ঢাকা : কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় ৫ জন নিহত ও কমপক্ষে ৬৯ জন আহত হয়েছে।
রোববার কেনিয়ান রেডক্রস এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, গত শনিবার একটি চলন্ত গাড়ি থেকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়।
এ হামলার জন্য পুলিশ সোমালিয়ার ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আল-শাবাবকে দায়ী করেছে।
আল শাবাবকে দমনের জন্য কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ায় প্রবেশের একদিন পরই এ ঘটনা ঘটল।
বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১২