ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে অর্ধশতাব্দী পুরনো গণকবরে ১৬৭ লাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, মার্চ ১১, ২০১২
মেক্সিকোতে অর্ধশতাব্দী পুরনো গণকবরে ১৬৭ লাশ

ঢাকা: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গুয়েতেমালা সীমান্তের কাছে এক গুহায় প্রায় অর্ধ শতাব্দী পুরনো গণকবরের সন্ধান পাওয়া গেছে। কবরটি থেকে ১৬৭টি মৃহদেহ উদ্ধার করা হয়েছে।



চিয়াপাস প্রদেশের কৌঁসুলির কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মৃতদেহগুলোর বয়স, লিঙ্গ ও মৃত্যুর কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা এগুলো ৫০ বছরের পুরনো। তবে মৃতদেহগুলোর গায়ে কোনো সহিংসতার চিহ্ন স্পষ্ট নয়।

গণকবরটির সন্ধান পাওয়া গেছে মেক্সিকোর দুর্গম সীমান্তাঞ্চল ফ্রন্তেরা কোমালাপা শহরের কাছে যা গুয়াতেমালা সীমান্ত থেকে মাত্র ১১ মাইল দূরে। আর এ অঞ্চল দিয়ে মধ্য আমেরিকার মানুষেরা সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্র যায়।

ধারণা করা হচ্ছে, গুয়েতেমালার গৃহযদ্ধের সময় এখানে নিহত সেনা ও বেসামরিকদের গোপনে মাটি চাপা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ১৯৬০ সালে শুরু হওয়া দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধে ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত ও ৪৫ হাজার নিখোঁজ হয় বলে জানা যায়।

এছাড়া, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আর মাদক চোরাচালান চক্রগুলো শত শত মানুষ হত্যা করে এরকম অনেক গণকবর দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।