ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে বোমা হামলা পরিকল্পনার সময় বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মার্চ ১১, ২০১২
ইয়েমেনে বোমা হামলা পরিকল্পনার সময় বিস্ফোরণে নিহত ২

ঢাকা: ইয়েমেনের সেনা বাহিনীর ওপর বোমা হামলার পরিকল্পনার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণে ২ জঙ্গি নিহত হয়েছে। শনিবার রাতে আবিয়ান প্রদেশের মুদিয়া জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলের কাছে নিহতদের লাশ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে ছিলো। নিহত দুই জনের নাম ইয়াসির ও মুনিফ আল হাওয়ি।
   
সোমালিয়ার ইসলামি গ্রুপ আল শাবাদের চার সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ। তবে এই চার সোমালির ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি,  আল শাবাব ইয়েমেনের জঙ্গিদের সহায়তা করার জন্য কমপক্ষে ৩০০ সশস্ত্র যোদ্ধা পাঠিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় ২৫ জন সন্দেহভাজন আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলেও ইয়েমেনি বিমান বাহিনীর অভিযানে আরো ২০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করছে সরকার।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।