ঢাকা: নাইজেরিয়ায় একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিহত হয়েছে। রোববার দেশটির জশ শহরের রেফিন্ড এলাকায় ফিনবার ক্যাথলিক গির্জায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার জাতীয় জরুরি দুর্যোগ ব্যাবস্থাপনা সংস্থা বা এনইএমএ।
সংস্থার মুখপাত্র ইউসাউ সুয়াইব জানান, কর্মকর্তারা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা গির্জার আশেপাশের রাস্তা অবরোধ করেছে। এ ঘটনার সঙ্গে ইসলামি জঙ্গিদের যোগসাজশ রয়েছে বলে তারা দাবি করেছে।
ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে বড়দিনে নাইজেরিয়ার আরেকটি গির্জায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছিলো। ওই হামলার দায় স্বীকার করেছিলো দেশটির ইসলামপন্থী গ্রুপ বোকো হারাম।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১২