ঢাকা : নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বেড়ে যাওয়ার কারণে চীনে ফেব্রুয়ারি মাসে ব্যাপক বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে।
আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতার কারণে ভীত হয়ে চীনের আমদানিকারকেরা কাঁচামাল আমদানি বাড়িয়ে দেওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এক বছর আগের তুলনায় চীনে ফেব্রুয়ারি মাসে আমদানি বড়েছে ৩৯ দশমকি ৬ শতাংশ। অন্যদিকে একই সময়ে রফতানি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ দশমকি ৪ শতাংশে। রফতানি বৃদ্ধির এই হার গত বছরের তুলনায় অনেক মন্থর। ফলে দেশটিতে ৩ হাজার ১শ’ ৫০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিশ্বের মধ্যে উচ্চ প্রবৃদ্ধি গতির দেশ হিসেবে খ্যাত চীন গত এক দশক থেকেই বাণিজ্যে উদ্ধৃত অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। কিন্তু এবারই গত এক দশকের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে চীনে বাণিজ্য ঘাটতি দৃশ্যমান হল।
ইরান ও পশ্চিমাদের বিরোধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় চীনে অপরিশোধিত তেলের আমদানি অস্বাভাবিকহারে বেড়েছে। চীনে বর্তমানে অপরিশোধিত তেলের আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন ৫৯ লাখ ৫০ হাজার ব্যারেলে। যা চীনের তেল আমদানির ইতিহাসে একটি রেকর্ড।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এই পরিস্থিতির জন্য দায়ী।
তেলের পাশাপাশি এই সময়ে চীনে তামা এবং লোহার আমদানিও অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় : ১২৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১২