ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে আগুন লেগে নিহত কমপক্ষে ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, মার্চ ১২, ২০১২
ইস্তাম্বুলে আগুন লেগে নিহত কমপক্ষে ১১

ঢাকা : তুরস্কের প্রধান বাণিজ্যিক নগরী ইস্তাম্বুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। একটি নির্মাণাধীন স্থাপনায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানায় সংবাদমাধ্যম।



ইস্তাম্বুলের ইসেনিয়ার্ট জেলার মেয়র নেকমি কাদিগলু সংবাদমাধ্যমকে জানান, রোববার দিনের শেষভাগে একটি শপিংমলের নির্মাণাধীন ভবনে শ্রমিকদের থাকার জন্য স্থাপিত তাঁবুতে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগা স্থাপনাটিতে প্রায় ২শ’ শ্রমিক কর্মরত ছিল বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্বন্ধে এখনও সঠিকভাবে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে তাঁবুটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রক্ষিত ইলেকট্রিক হিটারের বৈদ্যুতিক ত্রুটিই অগ্নিকাণ্ডের কারণ।

প্রচণ্ড ঠাণ্ড‍া আবহাওয়া ও ঘন বরফের মধ্যেই উদ্ধারকর্মীরা ফ্লাডলাইট জ্বালিয়ে পুড়ে যাওয়া তাঁবু থেকে মৃতদেহগুলো উদ্ধার করে বলে জানায় কর্তৃপক্ষ।

পুড়ে যাওয়া তাঁবুর নিকটবর্তী আরেকটি তাঁবুও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই তাঁবুতে থাকা কেউ মারা গেছেন কিনা তা জানা যায়নি।

তুরস্কের সবচেয়ে বড় ও প্রধান বাণিজ্যিক নগরী ইস্তাম্বুলে প্রায় ১ কোটি ৩০ লাখ লোক বাস করে। দ্রুত উন্নয়নের পথে থাকা তুরস্কের এই শহরটিতে প্রতিনিয়তই বিশাল বিশাল বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠছে।

বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।