ঢাকা : কান্দাহারের হত্যাযজ্ঞের চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা।
এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তালেবানরা এক বিবৃতিতে জানায়, ‘তালেবানরা দখলদারদের ওপর এই ঘটনার প্রতিশোধ নেবে’।
সোমবার তালেবানদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরা হয়।
রোববার ভোরে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর এক সেনা অস্ত্রসজ্জিত হয়ে কান্দাহারে তার ঘাঁটির নিকটবর্তী একটি গ্রামে বাড়ি বাড়ি প্রবেশ করে ঘুমন্ত ও নিরস্ত্র বেসামরিক লোকের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন নির্মমভাবে নিহত হন।
তালেবানরা তাদের বিবৃতিতে আরো জানায়, ‘অসহায় নারী, শিশু এবং বৃদ্ধদের নির্দয়ভাবে হত্যার মাধ্যমে আমেরিকান বর্বররা নিরাপরাধের রক্তে তাদের হাত রাঙিয়েছে। ’
তারা তাদের বিবৃতিতে আরো বলেন, ‘আমেরিকান সন্ত্রাসীরা এখন এই অমানবিক হত্যাযজ্ঞকে আড়াল করতে হত্যাকারী ঘাতককে মানসিক রোগী হিসেবে সাজানোর অপচেষ্টা করছে। ’
তারা বলেন, ‘যদি প্রকৃতপক্ষে এই হত্যাযজ্ঞের নায়ক মানসিকভাবে অসুস্থও হয় তবে তা মার্কিন বাহিনীর আরেকটি নৈতিক পরাজয়, কারণ তারা পাগলদের মারাত্মক অস্ত্রে সজ্জিত করছে যারা দ্বিতীয়বার চিন্তা করার আগেই অসহায় ও নিরস্ত্র আফগানদের ওপর এই অস্ত্র ব্যবহার করছে। ’
বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১২