ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে পুলিশের গুলিতে ৯ ডাকাত নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মার্চ ১২, ২০১২
বাগদাদে পুলিশের গুলিতে ৯ ডাকাত নিহত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে কয়েকটি স্বর্ণের দোকানে ডাকাতি কালে পুলিশের গুলিতে ৯ ডাকাত নিহত ও ১৪ জন আহত হয়েছে। সোমবার বিকেলে পূর্ব বাগদাদের একটি মার্কেটের এ ঘটনা ঘটে।



নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানায়, সোমবার বিকেলে দুটি গাড়ি করে একদল ডাকাত মার্কেটের ৪টি দোকানে ডাকাতি চালায়। এসময় তারা অস্ত্রের মুখে দোকানগুলো থেকে স্বর্ণ এবং নগদ টাকা লুটে নেয়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ পুলিশ সদস্যও নিহত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।