ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ড্রোন হামলা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে মামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, মার্চ ১২, ২০১২
ড্রোন হামলা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে মামলার হুমকি

ঢাকা: পাকিস্তানে ড্রোন হামলায় নিহত মালিক দাউদ খান নমে এক ব্যাক্তির পরিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হগের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে।

সোমবার নিহতের পরিবারের আইনজীবীরা হগের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে মার্কিন বাহিনীকে ড্রোন হামলায় মন্ত্রনা দেওয়ার অভিযোগ আনে।



সোমবার লন্ডনের আইনি প্রতিষ্ঠান লেইজ ডে অ্যান্ড কোম্পানি বলেছে, তাদের কাছে হগের বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গিদের উপর হামলা বিষয়ক ব্রিটিশ ইন্টেলিজেন্সের গোপন পলিসি মার্কিন বাহিনীর কাছে পাচারের বিশ্বাসযোগ্য প্রমান রয়েছে। তাই তারা এখন হজের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে নিহত মালিক দাউদ খানের ছেলে নুর খানের হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানটি জানায়, গত বছর উত্তর-পশ্চিম পাকিস্তানের পাহাড়ি এলাকায় স্থানীয়দের একটি সভা চলাকালে মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় মালিক দাউদ খান মারা যান।

ব্রিটিশ এই আইনি প্রতিষ্ঠানটি সাধারণত আন্তর্জাতিক স্বসস্ত্র সংঘর্ষগুলোর ক্ষেত্রে আইনের মধ্যে থেকে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করলে তাকে আইনি সহায়তা প্রদান করে থাকে।

এ বিষয়ে নুর খানের আইনজীবীদের ধারণা দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের যোগাযোগ বিভাগ জিসিএইচকিউ এর  কর্মীরা এবং দেশের গোয়েন্দা পর্যবেক্ষণ কেন্দ্র সম্ভবত আইন ভঙ্গ করছে। বেসামরিক নাগরিক হিসেবে তাদের যুদ্ধ বিগ্রহের মত বিষয়ে জড়ানো বেআইনি বলেও এসময় মন্তব্য করা হয়।

আইনি প্রতিষ্ঠানটি পাকিস্তান কোন ধরনের আন্তর্জাতিক সংঘাতে জড়িত নয় বলেও মন্তব্য করেছে।

এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোন মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।