ঢাকা : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক দুষ্কৃতকারী শিয়া মুসলিম সম্প্রদায়ের এই উপাসনাগৃহের ভেতর পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে জানায় সংবাদমাধ্যম।
অগ্নিসংযোগের ঘটনায় মসজিদের ইমাম নিহত হয়েছেন বলে ব্রাসেলস পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত মসজিদটির সামনে এসময় অনেক লোক জড়ো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অনেককে এ সময় প্রার্থনা করতে দেখা যায়।
স্থানীয় সংবাদপত্র লে সয়র জানায় ব্রাসেলসের উপকন্ঠের আনদারলেখট এলাকায় অবস্থিত শিয়া এই মসজিদে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে এক ব্যক্তি কুঠার, পেট্রোল বোমা ও গ্যাসোলিনের ক্যান নিয়ে প্রবেশ করেন। কুঠার দিয়ে জানালা ভেঙ্গে ওই ব্যক্তি মসজিদের ভেতর দাহ্য পদার্থগুলো ছুড়ে দেয় বলে পত্রিকাটির রিপোর্টে উল্লেখ করা হয়।
আগুন নেভানোর চেষ্টাকালে এসময় মসজিদের ৪৭ বছর বয়স্ক ইমাম মারা যান। পুলিশের মুখপাত্র নিহত ইমামের নাম এখনও জানাতে পারেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় :০৯২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২