ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তাড়াহুড়ো করে আফগানিস্তান ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, মার্চ ১৩, ২০১২
তাড়াহুড়ো করে আফগানিস্তান ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র : ওবামা

ঢাকা: তাড়াহুড়ো করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা । রোববার এক মার্কিন সেনার হাতে নারী ও শিশু সহ ১৬ বেসামরিক আফগান নিহত হওয়ার পর আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মনোভাব পরিষ্কার করলেন তিনি।



সোমবার স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই হত্যাকান্ডের পরও আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর রণ-কৌশলে কোন পরিবর্তন আসবে না।

এসময় তিনি বলেন,‘আমাদের কাছে দায়িত্বশীলতার মাধ্যমে সেনা প্রত্যাহারই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, আমরা সেখান থেকে দ্রুত আমাদের বাহিনী প্রত্যাহার করবো, কিন্তু এর জন্য তাড়াহুড়ো করা আমাদের পরিকল্পনায় নেই। ’

তিনি বলেন,‘আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে আফগানরা যেন তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ’  

আল কায়েদা যেন আবারো আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসতে না পারে সেটা নিশ্চিত করাও সেনা প্রত্যাহারে আগে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে বারাক ওবামা রোববারে সংঘটিত কান্দাহারের ঘটনার সঙ্গে ভিয়েতনামের মাই লাই ম্যাসাকারের তুলনা করতে অস্বীকৃতি জানান । এই দুটি ঘটনা এক রকম নয় বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সময় মার্কিন সেনাদের হাতে সংঘটিত মাই লাই গণহত্যার পরই সেই যুদ্ধের গতিপথ পরিবর্তিত হয়েছিলো।

এদিকে সোমবার দিনের শুরুতে আফগানিস্তানের পার্লামেন্টে রোববারের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানো হয়। সংসদ সদস্যরা এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশী বাহিনীর যথেচ্ছ হত্যাকান্ডে সমগ্র জাতির ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে।

এর আগে আফগানিস্তানের তালেবান নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাযজ্ঞের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশ সময়:১২৩৭ ঘণ্টা, মার্চ ১৩ , ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।