ঢাকা : কান্দাহারে রোববারে সংঘটিত হত্যাযজ্ঞের স্থান পরিদর্শন করতে আসা আফগানিস্তানের একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদলের ওপর হামলা চালিয়েছে বিদ্রোহী যোদ্ধারা।
আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দু’ভাইসহ অন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা কান্দাহারের বালান্দি গ্রামের এই স্থানটি পরিদর্শনে আসেন বলে জানায় সংবাদমাধ্যম।
আফগান নিরাপত্তাবাহিনী বিদ্রোহীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করে। এখনও কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি কেউ।
উল্লেখ্য, রোববার কান্দাহারের এই গ্রামে এক মার্কিন সেনা ঘুমন্ত অবস্থায় থাকা নারী-শিশুসহ বেসামরিক লোকের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করে।
এ ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তালেবানরা ইতোমধ্যেই এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।
বাংলাদেশ সময় : ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২