ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অভিযুক্ত সেনার মৃত্যুদণ্ড হতে পারে : লিও প্যানেট্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, মার্চ ১৩, ২০১২
অভিযুক্ত সেনার মৃত্যুদণ্ড হতে পারে : লিও প্যানেট্টা

ঢাকা : অভিযোগ প্রমাণিত হলে কান্দাহার ম্যাসাকারের ঘটনায় অভিযুক্ত মার্কিন সেনার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।

প্যানেট্টা সাংবাদিকদের বলেন হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনাকে মার্কিন সামরিক আইনের অধীনে বিচারের সম্মুখীন করা হবে।


কোনো কোনো সময় এই আইন গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে অনুমোদন করে।

হত্যাযজ্ঞের নায়ক এই মার্কিন সেনা আফগানিস্তানে  প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও এর আগে তিনবার সে ইরাকে দায়িত্ব পালন করে। রোববার ভোরে কান্দাহারে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে সশস্ত্র অবস্থায় বের হয়ে ওই সেনা হত্যাযজ্ঞ চালায়।

এ ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘অভিযুক্ত সেনা ঘটনা ঘটানোর পর তার ঘাঁটিতে ফেরত আসে এবং সহকর্মীদের ঘটনার কথা জানায়’।

এ সময় প্যানেট্টার কাছে সাংবাদিকরা অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা জানতে চান। এর জবাবে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও বিবেচনা করা হতে পারে।

বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।