ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সরকারি বন্ড কিনতে জাপানকে অনুমোদন দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ১৩, ২০১২
সরকারি বন্ড কিনতে জাপানকে অনুমোদন দিল চীন

ঢাকা : জাপানকে ১ হাজার কোটি ডলার মূ্ল্যমানের রাষ্ট্রীয় বন্ড কেনার অনুমোদন দিয়েছে চীন। নিজস্ব মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও চাহিদা আরো বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে চীন এই অনুমোদন দেয় বলে জানায় সংবাদমাধ্যম।



অর্থনৈতিকভাবে ক্রমেই সংহত হয়ে ওঠা চীন তাদের মুদ্রা ইউয়ানকে ডলারের বিকল্প বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রহী।
 
গত বছর বেইজিং ও টোকিও দুই দেশের মুদ্রার সরাসরি আদানপ্রদান আরো বৃদ্ধি করতে সম্মত হয়। ব্যবসা বাণিজ্যের খরচ হ্রাস এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের গতি আরো বাড়াতেই বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তি এই উদ্যোগ গ্রহণ করে।

চীন ও জাপানের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

চীনের এই পদক্ষেপকে ‘ইউয়ানের আরো আন্তর্জাতিকীকরণের একটি প্রচেষ্টা’ বলে অভিহিত করেন ‘চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনোমিক এক্সচেঞ্জ’র বিশ্লেষক ঝাং ইয়াং জুয়ান।

বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।