ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অলিম্পিক জ্বর: লন্ডনে হোটেল ভাড়া দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, মার্চ ১৩, ২০১২
অলিম্পিক জ্বর: লন্ডনে হোটেল ভাড়া দ্বিগুণ

ঢাকা: লন্ডন শহরের হোটেলে রুমভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর লন্ডনের কোনো হোটেলে আতিথ্য নিতে হলে অতিথিকে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে।

সম্প্রতি হোটেলের রুমভাড়ার ওপর পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

ইউরোপ জুড়ে অর্থনৈতিক সঙ্কটের কারণে এমনিতেই যেখানে সবকিছুর দাম প্রায় পড়তির দিকে সেখানে এই বিপরীত পরিস্থিতির জন্য বিশ্লেষকরা দায়ী করেছেন লন্ডনে অনুষ্ঠেয় ২০১২ সালের অলিম্পিককে।

 হোটেলস ডটকম নামের একটি প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে দেখা যায় চলতি বছরের আগস্ট মাসের জন্য কোনো হোটেলকক্ষকে মার্চ মাসে বুক করতে অতিথিদের প্রায় দ্বিগুণেরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে। অথচ ২০১১ সালে এই হার ছিল বর্তমানের প্রায় অর্ধেকেরও কম।  

এক্সপেডিয়া গ্রুপ অব কোম্পানিজ’র অঙ্গ প্রতিষ্ঠান এই ওয়েবসাইট পাশাপাশি আরো জানিয়েছে যে আসন্ন গরমকালে লন্ডন শহরের হোটেল রুমগুলোর ভাড়া গড়ে  ২১৩ পাউন্ডে গিয়ে দাঁড়াবে।

লন্ডনে যেখানে রুমভাড়া বেড়েছে দ্বিগুণেরও বেশি সেখানে বিশ্বে গড়ে হোটেল রুমের ভাড়া বেড়েছে শতকরা মাত্র ৪ শতাংশ।  

বোঝা যাচ্ছে যে বিশ্ব অর্থনীতির এই মন্দার মাঝেও লন্ডন অলিম্পিক বেশ ঝড় তুলেছে ক্রীড়ামোদী ও ভ্রমণপিয়াসী মানুষের মনে।

বাংলাদেশ সময় : ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।