ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মার্চ ১৩, ২০১২
মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ৫

ঢাকা: পাকিস্তানের সংঘাতপ্রবণ উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ৫ সন্দেহভাজন উগ্র ইসলামপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায় আফগান সীমান্তের সন্নিকটে দক্ষিণ ওয়াজিরিস্তানের বিরমাল জেলায় চলমান একটি গাড়িতে কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এতে গাড়ির আরোহী ৫ সন্দেহভাজন পাকিস্তানি তালেবান যোদ্ধা নিহত হন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

পাকিস্তানের উপজাতীয় পার্বত্য এলাকায় মার্কিন ড্রোন হামলা একটি নিয়মিত ঘটনা। অবশ্য পাকিস্তান ড্রোন হামলার বিরোধিতা করে দাবি করছে যে, এর ফলে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। যদিও তাতে কর্ণপাত করে ড্রোন হামলা কমায়নি যুক্তরাষ্ট্র।
 
তবে যুক্তরাষ্ট্র সাধারণত পাকিস্তানে তাদের ড্রোন হামলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করে না।

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় সাম্প্রতিক সময়ে শত শত লোক নিহত হয়। তাদের মধ্যে অধিকাংশই বেসামরিক লোক বলে দাবি করে আসছে পাকিস্তানি জনগণ।

তবে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে দাবি করে আসছে যে পাকিস্তানের পার্বত্য এলাকায় নিরাপদ আশ্রয় নেয়া আল কায়েদা ও তালেবান নেতৃত্বকে নির্মূল করতেই এই অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।