ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ২ লাখ ৩০ হাজার মানুষ গৃহহীন : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, মার্চ ১৩, ২০১২
সিরিয়ায় ২ লাখ ৩০ হাজার মানুষ গৃহহীন : জাতিসংঘ

ঢাকা: সিরিয়ায় বছরজুড়ে প্রেসিড়েন্ট বাশার-আল-আসাদের বিরুদ্ধে চলমান অস্থিরতার ধারাবাহিকতায় প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে।

জাতিসংঘের হাই কমিশন থেকে বলা হয়, প্রায় ৩০ হাজার মানুষ ঘর ছেড়ে দেশের বাইরে পালিয়ে গেছে।

এছাড়া প্রায় ২ লাখ মানুষ দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

হিউম্যান রাইটসের এক রির্পোটে বলা হয়, সিরিয়া কর্তৃপক্ষ লেবানন ও তুরস্কের সীমান্তবর্তী এলাকায় ভূ-মাইন স্থাপন করে রেখেছে।

অন্যদিকে জাতিসংঘ ও আরবলিগের দূত কফি আনান আশা করছেন, মঙ্গলবারের মধ্যে সিরিয়া তার দেওয়া প্রস্তাবের উত্তর দেবে।

শান্তি মিশনের কার্যক্রম হিসেবে আনান এখন তুরস্কে অবস্থান করছেন।

এদিকে, আগামী ৭ মে সিরিয়া তার দেশে সংসদ নির্বাচনের ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।