ঢাকা : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন রিক স্যান্টোরাম। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণের দু`টি রাজ্য আলবামা ও মিসিসিপিতে মঙ্গলবারে অনুষ্ঠিত রিপাবলিকান প্রাইমারিতে জয়লাভ করেছেন।
আলবামায় স্যান্টোরাম পেয়েছেন মোট ভোটারের ৩৫ শতাংশের সমর্থন। তবে এখানে মিট রমনিকে পেছনে ফেলে নিউট গিংগ্রিচের ২য় অবস্থানে উঠে আসা অনেককেই অবাক করেছে। রমনি এই রাজ্যে পেয়েছেন ২৮ শতাংশ ভোট। তার থেকে ২ শতাংশ ভোট বেশি পেয়ে গিংগ্রিচ পেয়েছেন ৩০ শতাংশের সমর্থন।
মিসিসিপিতে লড়াই হয়েছে জোরদার। এখানে প্রথম অবস্থানে রয়েছেন স্যান্টোরাম। এই রাজ্যেও গিংগ্রিচ রমনিকে ঠেলে দিয়েছেন তৃতীয় অবস্থানে। মিসিসিপিতে স্যান্টোরাম পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। গিংগ্রিচের ৩১ শতাংশ আর রমনির ৩০ শতাংশ ভোট প্রাপ্তিই বলে দিচ্ছে লড়াই কেমন জোরদার হয়েছে এই রাজ্যে।
আলবামা ও মিসিসিপি প্রাইমারিতে জিতে স্যান্টোরাম এখন লুইসিয়ানার পথে। পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে এই লুইসিয়ানাতেই পরের সপ্তাহে।
প্রচারণায় অংশ নিয়ে লুইসিয়ানায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে উচ্ছ্বসিত স্যান্টোরাম বলেন,‘আমরা এটি আবার করেছি’।
এসময় তার কন্ঠে ধ্বনিত হল প্রতিযোগিতার আওয়াজ, ‘আমরা লড়াই করব সবর্ত্র। ’
তিনি বলেন,‘এখনই সময় রক্ষণশীলদের অভিন্ন লক্ষ্যে এগিয়ে চলার। এখনই সময় নিশ্চিত হওয়ার যে আমরা নির্বাচনে জিততে পারবো। আর নির্বাচনে জেতার সবচেয়ে ভালো উপায় হল একজন রক্ষণশীলের মনোনয়ন এখনই নিশ্চিত করা, যার মাধ্যমে আমরা প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রতিটি ইস্যুতে ধরাশায়ী করতে পারবো। ’
এদিকে এই দু`টি রাজ্যের ফলাফল রমনির জন্য শুধু হতাশাতেই পরিণত হল। কারন পূর্বের একটি জরিপে দেখা গিয়েছিল,এই দু`টি রাজ্যের অন্তত একটিতে তিনি জয়লাভ করবেন। এখন প্রার্থীরা অপেক্ষায় আছেন লুইসিয়ানায় অনুষ্ঠেয় পরবর্তী প্রাইমারির ফলাফলের দিকে।
বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২