ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২৪৪ বছরের ঐতিহ্যে ছেদ

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আর কাগজে নয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, মার্চ ১৪, ২০১২
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আর কাগজে নয়

ঢাকা : বিশ্ব জ্ঞানের আঁধার জনপ্রিয় কোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আর কোনো সংস্করণ কাগজে বের হবে না। ২৪৪ বছরের ঐতিহ্য ভেঙে এখন থেকে অনলাইনেই বিশাল আয়তনের এই বইটি বের হতে থাকবে।

সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠান এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তথ্যপ্রযুক্তির এই যুগে উইকিপিডিয়ার মতো প্রতিযোগিতামূলক ওয়েবসাইটে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ডিজিটাল সংস্করণ প্রকাশ করা হবে। ইতোমধ্যেই তারা এনসাইক্লোপিডিয়ার ডিজিটাল সংস্করণ বাজারে ছেড়েছে। ট্যাবলেট পিসিতে এটি সহজেই ব্যবহারযোগ্য।

সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানটি এখন তার রাজস্বের ৮৫ শতাংশ আয় করে তাদের অনলাইন সংস্করণ থেকে। অনলাইনের এই দ্রুত সম্প্রসারণশীল বাজারের দিকে লক্ষ্য রেখেই প্রতিষ্ঠানটি তাদের অনলাইন সংস্করণের প্রতি জোর দিয়ে চলেছে।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রেসিডেন্ট ইয়র্গি কাউজ জানালেন, ‘বেশ কয়েক বছর ধরেই এনসাইক্লোপিডিয়ার মুদ্রিত সংস্করণটির বিক্রি উল্লেখযোগ্য হারে কম। ’

অনলাইনে পাঠক চাহিদার কথা মাথায় রেখে বিশ্বের অন্যান্য সংবাদপত্র, ম্যাগাজিন এমনকি পুস্তক প্রকাশকরাও পাঠকের দোরগোড়ায় তাদের পণ্য পৌঁছে দিতে তৎপর। এজন্য তারা সাম্প্রতিক প্রযুক্তির ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনের উপযোগী সংস্করণ প্রকাশের দিকে বেশি নজর দিচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৪৪ বছর পর ৩২ ভলিউমের বইটির কাগুজে সংস্করণ বন্ধ হল।

ব্রিটানিকার বক্তব্য হল, তারা পাঠক চাহিদার ভিত্তিতেই অনলাইন সংস্করণের উপর জোর দিচ্ছে। আর এ ‍কারণে দ্রুততম সময়ে তারা সর্বশেষ তথ্য পাঠকের কাছে পৌঁছে দিতে চায়। এর উপরেই অনলাইন সংস্করণের সাফল্য নির্ভরশীল।

কাউজের মতে, ‘মুদ্রিত এনসাইক্লোপিডিয়া মানেই সেকেলে। কারণ আমাদের অনলাইন সংস্করণগুলোয় প্রতিনিয়তই সাম্প্রতিক তথ্য সংযোজিত হচ্ছে। ’

অনলাইন ব্যবহারকারীরাও এখন মুদ্রিত কপির চাইতে এনসাইক্লোপিডিয়ার অনলাইন সংস্করণ বেশি পছন্দ করছেন।

রিচার্ড রেস-গ্যাভিলান ব্রুকলিন পাবলিক লাইব্রেরির কর্তৃপক্ষ জানায়, ‘আমরা জানতাম এমনটাই হতে চলেছে। বহুক্ষণ ধরে বইতে একটি বিষয় খোঁজার চাইতে প্রয়োজনীয় কি-ওয়ার্ড টাইপ করে অনলাইনে খুব দ্রুত সঠিক বিষয়টি খুঁজে পাওয়া অনেক সহজ। ’

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘প্রতি মাসে আমাদের টেলিফোন, ইমেইল এবং চ্যাটের মাধ্যমে হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়। ’

বর্তমান সময়ে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা শুধুমাত্র তাদের নিজস্ব প্রকাশনা নিয়ে ব্যস্ত না থেকে বরং শিক্ষাকেন্দ্রিক সফটওয়্যার উন্নয়নেও কাজ করে চলেছে।

বাংলাদেশ সময় : ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।