ঢাকা : ইথিওপিয়ায় পশ্চিমাঞ্চলীয় গামবেলা প্রদেশে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ১৯ যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। হামলায় আরো আট ব্যক্তি আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হামলার সংঘটিত হয় সোমবার দুপুরে কিন্তু প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় এর সংবাদ দেরিতে জানতে পারে কর্তৃপক্ষ।
সরকারবিরোধী বিদ্রোহীরা ওই হামলা চালাতে পারে বলে মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান গামবেলার আঞ্চলিক প্রেসিডেন্ট ওমোট ওডেঙ ওলোল।
তিনি বলেন, মেশিনগানসজ্জিত সন্দেহভাজন বিদ্রোহীরা যাত্রীদের ওপর গুলি চালানোর আগে তাদের থেকে কাপড় এবং টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ।
বিদ্রোহীদের সন্দেহ করা হলেও কোনো পক্ষই এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গাম্বেলা অঞ্চলটিকে দেশটির সবচেয়ে উর্বর এবং সম্পদশালী এলাকা হিসেবে বিবেচনা করা হয়।
গত জানুয়ারিতে একটি মানবাধিকার গ্রুপ ইথিওপিয়ার সরকারকে অভিযুক্ত করে দাবি করে এ অঞ্চলের উর্বর জমিকে বাণিজ্যিক খামারে পরিণত করার জন্য হাজার হাজার গ্রামবাসীকে তাদের পূর্ব পুরুষের বাস্তুভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে।
২০০৮ থেকে এই অঞ্চলের প্রায় ৮৮ লাখ একর জমি বিদেশি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন খামারকে ইজারা দেওয়া হয়েছে। বাসিন্দাদের তাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য সরকার সেনাবাহিনী ব্যবহার করছে বলেও অভিযোগ করে তারা।
বাংলাদেশ সময় : ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২