ঢাকা : গত বছরের ভূমিকম্প আর ভয়াবহ সুনামির বর্ষপূর্তির দ্বিতীয় দিনে বুধবার ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা।
৬.৮ মাত্রার এই ভূমিকম্পে ইতোমধ্যে জাপানের চারটি উপকূলীয় শহরে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন।
অবশ্য এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া দফতর জেএমএ জানিয়েছে, বুধবার বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ কুশিরো এবং হোক্কাইদোর ২৩৫ কিলোমিটার দক্ষিণে।
ভূমিকম্পের প্রভাবে জাপানের উপকূলীয় অঞ্চলে অন্তত আধা মিটার (২০ ইঞ্চি) উঁচু সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া বিভাগ।
বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২