ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা আফগানিস্তান সফরের অংশ হিসেবে এখন কাবুলে পৌঁছেছেন। তিনি এখানে অবস্থানরত মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তা এবং আফগানিস্তানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার এক মার্কিন সেনার হাতে ১৬ বেসামরিক আফগান নিহত হওয়ার কয়েকদিনের ভেতরেই আফগানিস্তানে লিও প্যানেট্টার আকস্মিক সফর।
যদিও মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে প্যানেট্টার এই সফর পূর্ব নির্ধারিত তবে বিশ্লেষকদের মতে রোববারের ঘটনাকে কেন্দ্র করে গভীর সঙ্কটে পড়া আফগান মার্কিন সম্পর্ককে আবারো পূর্বের গতিপথে ফেরত আনতেই তার এই সফর।
দু’দিনের এই সফরে প্যানেট্টা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ আফগান প্রতিরক্ষা কর্মকর্তা এবং প্রাদেশিক কর্তৃপক্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়াও রুটিন কাজের অংশ হিসেবে তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা ও ন্যাটো কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন।
ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ অর্ধাংশের ভেতর আফগানিস্তান থেকে ২২ হাজার সেনা প্রত্যাহার করার মার্কিন পরিকল্পনার ব্যাপারে প্যানেট্টা আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবেন।
বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২