ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ভোক্তামূল্য ধারণার চেয়েও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, মার্চ ১৪, ২০১২
ভারতে ভোক্তামূল্য ধারণার চেয়েও বেড়েছে

ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে ভোক্তামূল্য ধারণার চেয়ে বেশি বেড়েছে। জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার কারণে এই মূল্য বৃদ্ধি বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেকরা।



সরকারি তথ্যে জানা গেছে, ভারতে পণ্যের পাইকারি মূল্যস্ফীতি সূচক গত বছরের তুলনায় ৬ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, পাইকারি মূল্যস্ফীতি সূচক বা ডব্লিউপিআই কে ভোক্তা মূল্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্বব্যাপী তেলের সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ভারতেও তার বিরূপ প্রভাব পড়েছে।

তারা আরো বলছেন, বিশ্ব বাজারে তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা অব্যাহত থাকায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে তৎপর হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।