ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউয়ানকে আরো উন্মুক্ত করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, মার্চ ১৪, ২০১২
ইউয়ানকে আরো উন্মুক্ত করবে চীন

ঢাকা: মুদ্রানীতি সংস্কারের অংশ হিসেবে চীনা মুদ্রা ইউয়ানের প্রবাহকে আরো উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ।

ইউয়ানকে উন্মুক্ত করার জন্য চীনের বাণিজ্য সহযোগীরা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে।

এই প্রেক্ষিতেই চীনের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের দেশের রফতানিকারকদের সুবিধা দেওয়ার জন্যই ইউয়ানের মূল্য ইচ্ছাকৃতভাবে কমিয়ে রাখছে।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে চীন সংস্কারের পথে আরো এগিয়ে যাবে। তিনি দাবি করেন ইউয়ানের দর ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় রয়েছে।

গতকাল চীনের ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেসের সমাপনী দিনের বক্তব্যে তিনি বলেন, মুদ্রা বিনিময় হার সংস্কার করে নতুন করে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।