ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কঙ্গোর যুদ্ধবাজ নেতা টমাস লুবাঙ্গাকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে।
লুবাঙ্গার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০২ ও ২০০৩ সালে কঙ্গোর গৃহযুদ্ধকালীন শিশুদের জোরপূর্বক তার বাহিনীতে নিযুক্ত করেন এবং তাদের সম্মুখসারিতে যুদ্ধ করতে বাধ্য করেন।
আদালত গঠনের ১০ বছরের মধ্যে এটি হচ্ছে আইসিসি’র দেওয়া প্রথম রায়। পরবর্তী শুনানিতে টমাস লুবাঙ্গাকে রায় পড়ে শোনানো হবে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
গৃহযুদ্ধের সময় টমাস লুবাঙ্গা জাতিগত সংঘাতে বিপর্যস্ত স্বর্ণসমৃদ্ধ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি বিদ্রোহী গ্রুপের প্রধান ছিলেন।
আদালতের তিন বিচারক একমত হয়ে মত দেন, গৃহযুদ্ধের সময় ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিয়টস বা ইউপিসি’র প্রধান হিসেবে শিশুদের যোদ্ধা হিসেবে নিযুক্ত এবং যুদ্ধ করতে বাধ্য করার জন্য লুবাঙ্গাই দায়ী।
তার বিরুদ্ধে নয় বছর বয়সী শিশুদেরও লড়াইয়ে ঠেলে দেওয়ার অভিযোগ আনা হয়।
২০০৫ সালে গ্রেফতার হওয়া টমাস লুবাঙ্গার সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারে না।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ দাবি করে, কঙ্গোর ইতুরিতে স্থানীয় হেমা এবং লেনডু সম্প্রদায়ের মধ্যে সংঘটিত জাতিগত সহিংসতায় ওই সময় কমপক্ষে ৬০ হাজার লোক নিহত হয়।
বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২