ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনের সবচেয়ে বড় বার্গার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, মার্চ ১৪, ২০১২
ব্রিটেনের সবচেয়ে বড় বার্গার

ঢাকা: ভোজন রসিকদের রসনা বিলাসে আধুনিক মানুষের খাদ্য তালিকায় শীর্ষে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। আর ফাস্ট ফুডের মধ্যে বিশ্বেজুড়ে সবচে জনপ্রিয় খাবার হলো বার্গার।

তাই ব্রিটিশ ভোজন রসিকদের জন্য এবার তৈরি হলো সবচেয়ে বড় বার্গার।
এটি তৈরিতে প্রায় ৭ পাউন্ড গরুর মাংস এবং লবণে জারিত ৯টি বেকন (পাতলা করে কাটা শুকরের মাংসের ফালি), ৯ টুকরো পনির আর ১২ ইঞ্চি পুরু রুটি ব্যবহার করা হয়েছে।

তবে এই বার্গার স্বাস্থ্যের জন্য হুমকি হয়েও যেতে পারে। কারণ বিশেষজ্ঞরা বলেছেন, এর মধ্যে রয়েছে প্রায় ১৮ হাজার ক্যালরি যা একজন মানুষের এক সপ্তাহে প্রয়োজনীয় ক্যালরির সমান।

বিশাল আকারের বার্গারটির ওজন প্রায় ১৫ পাউন্ড।

ফাস্টফুড খাদকদের যাদের জিভে জল এসে গেছে তাদের জন্য খবর হলো প্রতিটা বার্গারের জন্য গুণতে হবে ৪০ পাউন্ড। আর এটি পাওয়া যাবে লন্ডনের পার্লি রেস্টুরেন্টে।

চিকিৎসকরা অবশ্য এর ব্যাপারে সাবধানবাণী দিয়েছেন। তারা বলেছেন, এই বার্গার যদি সপ্তাহে ৩ দিনও কেউ খায় তার মুটিয়ে যাওয়া থেকে শুরু করে চর্বিজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।