ঢাকা : চীনের কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতা এবং দেশটির অন্যতম শীর্ষ নেতৃত্ব প্রত্যাশী বো জিলায়কে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বো জিলায়কে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী চংকিংয়ের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও কর্তৃত্ব থেকে অপসারণ করা হয়েছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী ঝাং দে বো জিলায়ের স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে ভাইস প্রিমিয়ার হিসেবে তার কর্তৃত্বও বজায় থাকবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াতে বৃহস্পতিবার প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তবে চীনা কমিউনিস্ট পার্টির নীতিনির্ধারণকারী ক্ষমতাশালী ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরোর সদস্য বো জিলায়ের সদস্যপদ বহাল থাকবে কি না তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
আগামী বছর চীনের শীর্ষ নেতৃত্বে ব্যাপক পালাবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতে চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এই পদ থেকে বো জিলায়ের এই অপসারণ ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের শেষদিকে বো জিলাইয়ের অন্যতম এক সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে আশ্রয় গ্রহণের চেষ্টা করে বলে গুজব ওঠে। ঘনিষ্ঠ সহযোগীর এই হঠকারিতা উদীয়মান এ নেতার ভাগ্যকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।
তার সহযোগী ও চংকিংয়ের সহকারী মেয়র ওয়াং লিজুন নিকটবর্তী চেংদু শহরের যুক্তরাষ্ট্র কনস্যুলেটে গমন করেছিলেন। ধারণা করা হয় তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশা করেছিলেন। তবে পরবর্তীতে তাকে সেখান থেকে ফিরিয়ে আনে চীনা কর্তৃপক্ষ।
এই কেলেঙ্কারির মাত্র কিছুদিন আগেই ২০১১’র নভেম্বরে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির দলীয় কংগ্রেসে তিনি চীনের সর্বোচ্চ ক্ষমতাশালী নয় সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটিতে প্রবেশ করতে যাচ্ছিলেন।
চংকিংয়ের পার্টি সেক্রেটারি হিসেবে ২০০৭ এ নিযুক্ত হয়ে বো জিলায় নগরীর সংগঠিত অপরাধ এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রশংসিত হওয়ার পাশাপাশি বিতর্কিত হন।
চীনা কমিউনিস্ট পার্টির ‘অমর আট নেতা’র এক নেতা হিসেবে সম্মানীত বো ইউবোর সন্তান হিসেবেই তিনি মূলত পরিচিত ছিলেন। তবে ব্যক্তিগত দক্ষতা এবং রাজনৈতিক ক্যারিশমার কারণে তিনি নিজেকে চীনের আগামীদিনের নেতা হিসেবে নিজেকে আলোচনায় তুলে আনেন।
বাংলাদেশ সময় : ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনায়, রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর