ঢাকা: সিরীয় প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির নামে করা অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার। অ্যাকাউন্টগুলো সরকার বিরোধীদের বলেই ধারণা করা হচ্ছে।
লন্ডনভিত্তিক দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছেন, সম্প্রতি আসাদ ও তার স্ত্রীর ফাঁস হওয়া সহস্রাধিক ইমেইলে এই ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার তথ্য জানা গেছে।
ইমেইলগুলোর তথ্য অনুযায়ী, ফার্স্টলেডি আসমা আল আসাদের ঘনিষ্ঠ সহচর ফারেস কালাসের অনুরোধে টুইটার ১১টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অ্যাকাউন্টগুলো প্রেসিডেন্ট ও তার পত্নীর নামে খোলা হয়েছিল।
জানা গেছে, এরকম একটি অ্যাকাউন্টের ঠিকানা ছিল @Syrianpresident। আর এর অনুসারী আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছিল।
ফাঁস হওয়া ইমেইলগুলোর তথ্য অনুযায়ী, কালাস টুইটার কর্তৃপক্ষের কাছে এই বলে অভিযোগ করেন যে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা আল আসাদের নামে অ্যাকাউন্ট করে অনেকে প্রতারণা করছে। এসব অ্যাকাউন্ট মুছে ফেলতে বা সাময়িক বন্ধ করে দেওয়ার জন্য তিনি সিরিয়ার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানান। সেই সঙ্গে ওইসব ভুয়া অ্যাকাউন্টের তালিকাও দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এসব অ্যাকাউন্টের মাধ্যমে পরিষ্কারভাবে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কাজ করা হচ্ছে। ’
জবাবে টুইটার কর্তৃপক্ষ প্রেসিডেন্ট আসাদের কার্যালয়কে জানিয়েছে, প্রেসিডেন্টের ছদ্মবেশ নেওয়ার অপচেষ্টায় করা অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে সেই সঙ্গে তারা এও জানিয়েছে দিয়েছে যে, টুইটার ব্যবহারকারীদের নকল (প্যারোডি) নাম, মন্তব্য এবং অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর