ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফের চালু লিবিয়ার পুঁজিবাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, মার্চ ১৫, ২০১২
ফের চালু লিবিয়ার পুঁজিবাজার

ঢাকা: লিবিয়াতে সশস্ত্র অভ্যুত্থানের শুরু ও কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দীর্ঘ এক বছর পর বৃহস্পতিবার চালু হলো দেশটির পুঁজিবাজার।

এদিন দেশের প্রধান স্টকমার্কেটে ১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।

স্টক মার্কেটের মহাব্যবস্থাপক আহমেদ কারুদ জানিয়েছেন, লেনদেনের মোট পরিমাণ ছিল ৩শ’ ৯০ কোটি লিবীয় দিনার বা ৩’শ কোটি ডলার।

তিনি জানান, শুধু আল আহলিয়া সিমেন্ট কোম্পানি ছাড়া প্রায় সবগুলো সরকারি ব্যাংক, ফার্ম এবং বীমার শেয়ারের লেনদেন হয়েছে।

তিনি আরো জানান, কেন্দ্রীয় ব্যাংক শেয়ার বাজারের আইন চূড়ান্ত করার পর বিদেশি বিনিয়োগকারীরা কোনো কোম্পানির ১০ শতাংশ পর্যন্ত শেয়ার কিনতে পারবে।

শেয়ার বাজারে ফের চালু হওয়ার এই ঘটনাকে লিবিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও দেশটিতে এখনো সেভাবে কার্যকর কোনো প্রশাসন নেই।

আহমেদ কারুদ আরো জানিয়েছেন, লিবিয়ার স্টক মার্কেট আবু ধাবি ধাঁচে গঠন করা হয়েছে। পরে এতে তেল কোম্পানি, টেলিযোগাযোগ এবং আবাসন প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা হবে।

বেনগাজিতে শেয়ার বাজারের দ্বিতীয় শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আহমেদ কারুদ।

বাংলাদেশ সময়:  ১৯১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।