ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরিত্রিয়ায় ইথিওপিয়ার সামরিক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, মার্চ ১৫, ২০১২
ইরিত্রিয়ায় ইথিওপিয়ার সামরিক অভিযান

ঢাকা: ইরিত্রিয়ায় সামরিক অভিযান চালিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার ইথিওপিয়ার সরকারি মুখপাত্র সামরকি অভিযানের খবর নিশ্চিত করে জানান, ইরিত্রিয়া নিজেদের ভূখণ্ডের ভেতরে ইথিওপিয়ায় হামলার জন্য নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রশিক্ষণ দিচ্ছে।

তাই সেনাবাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।
 
অভিযানে এখন পর্যন্ত দুষ্কৃতকারীদের ৩টি ঘাঁটিতে আক্রমণ করে বেশ ক’জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়া।

এ ঘটনায় প্রচুর লোক হতাহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
 
তবে এ বিষয়ে ইরিত্রিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের এই দুই দেশ ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর, জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।