ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিম সুংয়ের জন্ম শতবার্ষিকীতে উপগ্রহ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, মার্চ ১৬, ২০১২
কিম সুংয়ের জন্ম শতবার্ষিকীতে উপগ্রহ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

ঢাকা : প্রয়াত সর্বোচ্চ নেতা কিম ইল সুংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এই একনায়কতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্রটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটিতে প্রচারিত এক বিবৃতিতে কোরিয়ান কমিটি ফর স্পেস টেকনোলজির এক মুখপাত্র জানিয়েছেন, এই উৎক্ষেপণ আগামী এপ্রিলের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে সম্পন্ন হবে।

২০০৯ সালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেই উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিতে যাচ্ছে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে গত মাসেই অনুমোদন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল পিয়ং ইয়ং।

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৪০ হাজার টন খাদ্যশস্য প্রাপ্তির বিনিময়ে গত মাসে স্বাক্ষরিত চুক্তিতে উত্তর কোরিয়া যে কয়টি শর্ত মেনে নেয় তার মধ্যে অন্যতম শর্ত ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা।

উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, ‘পরবর্তী মাসে কনমিয়ংসং-৩ উপগ্রহটির উৎক্ষেপণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে রাষ্ট্রীয় মহাকাশ প্রযুক্তিকে অন্য উচ্চতায় উন্নীত করার এক সুবর্ণ সুযোগ’।

উপগ্রহটিকে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত উত্তর পিয়নগান প্রদেশের চোসান জেলায় অবস্থিত সোলেস উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

এদিকে উত্তর কোরিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তাদের মতে এই উৎক্ষেপণে আড়ালে আসলে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অপচেষ্টা করছে।

বাংলাদেশে সময় : ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।