ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে তুর্কি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মার্চ ১৬, ২০১২
আফগানিস্তানে তুর্কি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২

ঢাকা : কাবুলের উপকণ্ঠে বসতবাড়ির ওপর ন্যাটো বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ন্যাটো বাহিনীর অন্তর্ভুক্ত তুরস্কের ১০ সেনাসহ অপর দুই বেসামরিক ব্যক্তি নিহত হন।



ন্যাটো বাহিনীর আফগান অভিযান শুরু হওয়ার পর থেকে গত দশ বছরে এটি হচ্ছে তুর্কি বাহিনীর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি।
দুর্ঘটনায় এক আফগান বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার আফগানিস্তানের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, কারিগরি ত্রুটির কারণে কাবুলের অদূরে বাগরামি জেলায় অবস্থিত একটি বসতবাড়ির ওপর তুরস্কের সেনাবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।  

তবে এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি।

ন্যাটো বাহিনীর অধীনে বর্তমানে আফগানিস্তানে তুরস্কের ১ হাজার ৮শ’ সেনা কর্মরত যাদের বেশিরভাগই কাবুলে মোতায়েন।

শুক্রবারের দুর্ঘটনার আগে ২০০৯ সালে সংঘটিত অপর এক ঘটনায় একটি গাড়ি বিধ্বস্ত হয়ে তুরস্কের দুই সেনা নিহত হয়।  

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর ইউরোপীয় রাষ্ট্রগুলোর মতো তুরস্ক আফগানিস্তানে কোনো সামরিক অভিযান পরিচালনা করে না। টহলদারির মধ্যেই তুরস্কের সেনারা তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে।

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।