ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের আবর্জনা যুক্তরাজ্যকেই ফেরত দেবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মার্চ ১৬, ২০১২
যুক্তরাজ্যের আবর্জনা যুক্তরাজ্যকেই ফেরত দেবে ইন্দোনেশিয়া

ঢাকা : যুক্তরাজ্যের রফতানি করা ১ হাজার ৮শ টন অননুমোদিত দূষিত বর্জ্যপদার্থ ফের যুক্তরাজ্যকেই ফিরিয়ে নিতে বলেছে ইন্দোনেশিয়া।

যুক্তরাজ্য থেকে কনটেইনারে করে নিষিদ্ধ বর্জ্যপদার্থ আমদানির ঘটনা তদন্ত করে ইন্দোনেশিয়ার পরিবেশ দফতর এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে পরিত্যক্ত ধাতব পদার্থ ঘোষণা দিয়ে যুক্তরাজ্য থেকে আনা ৮৯টি মালবাহী কনটেইনার আটক করে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। কনটেইনারগুলো থেকে শুল্ক ঘোষণার বাইরের বিভিন্ন অননুমোদিত দূষিত তরল এবং অন্যান্য বর্জ্য পদার্থের সন্ধান পায় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার পরিবেশ বিভাগ এ ব্যাপারে একটি তদন্ত শুরু করে। পরিশেষে তারা এগুলোকে যুক্তরাজ্যে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

দূষিত পদার্থবাহী কনটেইনারগুলোকে খুঁজে পাওয়া যায় তানজুং প্রিয়ক বন্দরে।

শুল্ক ঘোষণা অনুযায়ী কনটেইনারগুলোতে মাটি এবং অন্যান্য পরিত্যক্ত পণ্য থাকার কথা থাকলেও পরীক্ষার সময় দেখা যায় এতে অ্যাসফল্ট, বালি, প্লাস্টিক এবং অন্যান্য পিচ্ছিল সাদা তরল পদার্থসহ বিভিন্ন অননুমোদিত বর্জ্যপদার্থ রয়েছে।

প্রাথমিকভাবে এর জন্য আমদানিকারকই দায়ী বলে মনে করছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। এতে জড়িত দোষী ব্যক্তিদের  বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।