ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্প, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, মার্চ ১৬, ২০১২
ফিলিপাইনে ভূমিকম্প, আহত ২৩

ঢাকা : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে অবশ্য তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে আতঙ্কে দৌড়াদৌড়ি করার সময় ২৩ জন আহত হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের প্রধান রিনাতো সোলিদাম জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পূর্ব সুরিগাও ডেল নর্তে প্রদেশের কাছে ডিনাগাট দ্বীপ থেকে ২ কিলোমিটার গভীরে।

তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সুরিগাও ডেল নর্তের প্রাদেশিক সরকার জানিয়েছে, ভূকম্পনের সময় একটি বাজারে আতঙ্কে হুড়োহুড়ি করার সময় ২০ জন আহত হয়েছে।

এছাড়া এ ঘটনায় গায়ামনাসিয়াম জেলায় বিদ্যুতের তার ছিঁড়ে ৩ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।