ঢাকা : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে অবশ্য তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের প্রধান রিনাতো সোলিদাম জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পূর্ব সুরিগাও ডেল নর্তে প্রদেশের কাছে ডিনাগাট দ্বীপ থেকে ২ কিলোমিটার গভীরে।
তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সুরিগাও ডেল নর্তের প্রাদেশিক সরকার জানিয়েছে, ভূকম্পনের সময় একটি বাজারে আতঙ্কে হুড়োহুড়ি করার সময় ২০ জন আহত হয়েছে।
এছাড়া এ ঘটনায় গায়ামনাসিয়াম জেলায় বিদ্যুতের তার ছিঁড়ে ৩ জন আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২