ঢাকা : জার্মানিতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকারী রাষ্ট্রগুলোর মধ্যে ২০১১ সালে শীর্ষে ছিল চীন। বৃহস্পতিবার জার্মান সরকারের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন তদারকি প্রতিষ্ঠান ‘জার্মান ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট’ কর্তৃপক্ষ সে দেশে ২০১১ সালে বিদেশি বিনিয়োগকৃত প্রকল্পের একটি তালিকা প্রকাশ করে।
২০১১তে জার্মানিতে বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে চীন সর্বাধিক ১৫৮টি প্রকল্পে বিনিয়োগ করে। যুক্তরাষ্ট্র ১১০টি প্রকল্পে বিনিয়োগ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি ৯১টি প্রকল্পে বিনিয়োগ করেছে সুইজারল্যান্ড। ফ্রান্স বিনিয়োগ করেছে ৫৩টি প্রকল্পে। জার্মান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
তবে তা সত্ত্বেও জার্মানিতে বিদেশি বিনিয়োগকৃত প্রকল্পের মধ্যে অর্ধেকই ইউরোপীয় দেশগুলোর।
বিদেশি বিনিয়োগকৃত অর্থের বেশির ভাগই মূলত যন্ত্রকৌশল ও যানবাহন নির্মাণ খাতে ব্যয় হয়েছে। ১৩ শতাংশ বিনিয়োগ হয়েছে নতুন এবং উদ্ভাবনী প্রযুক্তি খাতে। নবায়ণযোগ্য জ্বালানি শক্তি খাতেও ৬ শতাংশ বিনিয়োগ হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হেইবি লিংগুইন ইন্ড্রাস্ট্রিয়াল করপোরেশন জার্মানির অটোমোবাইল যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান কিইকার্টকে ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
এছাড়াও গত জানুয়ারিতে চীনা নির্মাণ যন্ত্রপাতি প্রস্তুতকারী জায়ান্ট সানি হেভি ইন্ডাস্ট্রি জার্মানির একটি বিখ্যাত প্রকৌশল প্রতিষ্ঠান পুৎজমিস্তারকে কিনে নেয়।
বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর