ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে সুইস নাগরিক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, মার্চ ১৬, ২০১২
ইয়েমেনে সুইস নাগরিক অপহৃত

ঢাকা : ইয়েমেনে সুইজারল্যান্ডের নাগরিক এক নারী জঙ্গিদের হাতে অপহরণের শিকার হয়েছেন। ইয়েমেনী কর্তৃপক্ষ এই ঘটনা স্বীকার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছে এ ঘটনার পেছনে দেশটির আল কায়েদা সমর্থিত জঙ্গিরা রয়েছে।



কর্তৃপক্ষ জানায় অপহরণকৃত সুইস নারীর মুক্তির বিনিময়ে জঙ্গিরা ইয়েমেনি কর্তৃপক্ষের হাতে আটক দুই আল কায়েদা নেতার মুক্তি দাবি করেছে।

বুধবার ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত হোদেইদা থেকে ওই নারীকে অপহরণ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে তাকে বর্তমানে দক্ষিণ ইয়েমেনের শাবা প্রদেশে আটকে রাখা হয়েছে বলে জানায় তারা।
 
আল কায়েদা আরব পেনিনসুলা নামে পরিচিত জঙ্গি সংগঠনটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

গত বছর জঙ্গিরা ইয়েমেনের আবায়া প্রদেশের রাজধানী জিঞ্জিবারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দক্ষিণাঞ্চলীয় শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

ইয়েমেনে বিদেশি নাগরিক বিশেষত পশ্চিমা দেশের নাগরিক অপহরণ প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এই ঘটনাগুলোর সমাধান হয় শান্তিপূর্ণ উপায়ে। মূলত বিদ্রোহী গ্রুপগুলো সরকারের কাছ থেকে তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য অপহরণের রাস্তা বেছে নেয়।

বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।