ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কের নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, মার্চ ১৬, ২০১২
তুরস্কের নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশ

ঢাকা : ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্কের সব নাগরিককে সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে তুর্কি সরকার। এছাড়া আগামী বৃহস্পতিবার দামেস্কে তুর্কি কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।



শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার কার্যদিবস শেষে দামেস্ক দূতাবাসে কনস্যুলেট কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে দেশটির আরেক শহর আলেপ্পোতে অবস্থিত কনস্যুলেট অফিস খোলা থাকবে।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিচেপ তাইয়েপ এরদোগান তুরস্ক সীমান্ত এলাকায় একটি ‘সেফ জোন’ করার পরামর্শ দিয়েছেন। এ এলাকায় ইতোমধ্যে বহু মানুষ আশ্রয় নিয়েছে।

তুরস্ক বলছে, গত কয়েক দিনে তাদের সীমান্তে শরণার্থীদের আগমন ব্যাপক হারে বেড়ে গেছে। এ যাবত ১৪ হাজার ৭শ’ মানুষ সীমান্তে আশ্রয় নিয়েছে এবং প্রতিদিন এক হাজার মানুষ এসে যোগ দিচ্ছে বলে জানিয়েছে তুরস্ক সরকার।

দামেস্কে তুরস্কের কনস্যুলেট বন্ধের ঘোষণা এমন সময়ে এলো যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী আন্দোলনের এক বছর পূর্ণ হলো।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ যাবত ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, সিরিয়াতে বিরোধীদের ওপর সরকারের দমন-পীড়নের মাত্রা বেড়ে যাওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার দামেস্ক দূতাবাস থেকে সব কূটনীতিক ও কর্মকর্তাদের প্রত্যাহার করেছে সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর, জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।