ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডিসেম্বরে পদত্যাগ করছেন ক্যান্টারবুরি আর্চবিশপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, মার্চ ১৬, ২০১২
ডিসেম্বরে পদত্যাগ করছেন ক্যান্টারবুরি আর্চবিশপ

ঢাকা: ব্রিটেনের ক্যান্টারবুরি আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস আগামী ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাংলিকান চার্চের এই প্রভাবশালী ব্যক্তি।



সারা বিশ্বে ৭ কোটি ৭০ লাখেরও বেশি অ্যাংলিকান চার্চের অনুসারীর এই শীর্ষ ব্যক্তি তার ওয়েবসাইটে বলেছেন, আর্চ বিশপ হিসেবে কাজ করার সময় তিনি খুব সম্মান পেয়েছেন। আর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব সহজ ছিল না।

ক্যান্টারবুরি আর্চ বিশপের পদ ছাড়ার পর ড. রোয়ান ২০১৩ সালের জানুয়ারিতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব মাগডালেন কলেজ পদ অলংকৃত করবেন।

নিজের পদত্যাগ বিষয়ে ড. রোয়ান বলেছেন, ডিসেম্বরের আগের সময়টুকুতে এখনো অনেক কিছু করার আছে। এছাড়া তাকে পূর্ণ সমর্থন ও সহায়তা করার জন্য চার্চ অব ইংল্যান্ড এবং সারা বিশ্বের অ্যাংলিকান অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ড. রোয়ানের এই আকস্মিক সিন্ধান্তে ক্যান্টারবুরি চার্চের অনেকেই একটু হোঁচট খেয়েছেন, অনেকে বিমর্ষ। তারা অনেক কিছু থেকে বঞ্চিত হতে চলেছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০২ সালে ড. রোয়ান উইলিয়ামসকে ক্যান্টারবুরির ১০৪তম আর্চবিশপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই ব্যক্তিকে খ্রিস্টান মহলে বেশ প্রভাবশালী বলে মনে করা হয়। তিনি একজন আপোষহীন মানুষ হিসেবে পরিচিত। এমনকি দৃঢ় নৈতিক অবস্থানের কারণে চার্চের কট্টর ডানপন্থী এবং উদারপন্থী উভয় পক্ষেই তিনি অনেক শত্রু তৈরি করেছিলেন বলে অনেকে মনে করে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।