ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কান্দাহার ম্যাসাকার : সেই সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, মার্চ ১৭, ২০১২
কান্দাহার ম্যাসাকার : সেই সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকা : আফগানিস্তানের কান্দাহারে গুলি করে ১৬ বেসামরিককে হত্যার জন্য দায়ী সেই মার্কিন সেনার নাম-পদবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওই সেনার নাম বলা হয়েছে স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেস।



যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ওই সেনাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হচ্ছে। সেখানেই তাকে বিচারের মুখোমুখি করা হবে। খুব শিগগির তিনি কুয়েত থেকে কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট লিভেনওয়ার্থে পৌঁছাবেন।

ব্যালেসের আইনজীবী জন হেনরি ব্রাউন গত বৃহস্পতিবার জানিয়েছেন, ৩৮ বছর বয়সী ওই সেনা ইরাক অভিযানে নিয়োজিত থাকার সময় দু’বার আহত হয়েছিলেন। আর এই হত্যাকাণ্ডের একদিন আগেই তিনি চোখের সামনে এক হামলায় বন্ধুর পা উড়ে যেতে দেখেছেন।

তবে আফগানিস্তানে মার্কিন সেনা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় আফগান তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে।

প্রেসিডেন্ট হামিদ কারজাই এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি আফগানিস্তানের গ্রামাঞ্চল থেকে সব ন্যাটো সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে গত শুক্রবার তিনি এও অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্র যথেষ্ট সহযোগিতা করছে না।

বাংলাদেশ সময় : ০৯০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
সম্পাদক: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।