ঢাকা : সিরিয়ার হাজার হাজার সরকার বিরোধী গত শুক্রবারের বিক্ষোভের সময় বিদেশি সামরিক হস্তক্ষেপ চেয়ে স্লোগান দিয়েছে।
এদিন জুমার নামাজের পর উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
এর আগে বিক্ষোভকারীরা তাদের ফেসবুক পাতায় ‘শিগগির আরব ও মুসলিম দেশ এবং বাকি বিশ্ব থেকে সামরিক হস্তক্ষেপের দাবিতে’ বিক্ষোভে শামিল হওয়ার ডাক দেয়।
এদিকে একই দিন সরকার বিরোধী বিদ্রোহের প্রধান প্রদেশ হোমস, দারা, রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রামি আবদুল রহমান জানিয়েছেন, সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভের এক বছর পূর্তিতে বেশিরভাগ শহরেই জুমার পরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, এদিন নানা স্থানে বিক্ষোভের সময় সহিংসতায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চে সিরিয়াতে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরুর পর এ যাবত নয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
জানের ভয়ে আশ্রয়ের খোঁজে সীমান্ত এলাকায় বিশেষ করে তুরস্ক সীমান্তে বহু মানুষ আশ্রয় নিয়েছে। জাতিসংঘের ধারণা, এ যাবত ৩০ হাজারেরও বেশি সিরীয় পার্শ্ববর্তী দেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। আর সহিংসতায় বিভিন্ন শহর ছেড়ে পালিয়েছে দুই লাখ মানুষ।
বাংলাদেশ সময় : ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর