ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাজনীতিতে আসছেন অ্যাসাঞ্জ?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, মার্চ ১৭, ২০১২
রাজনীতিতে আসছেন অ্যাসাঞ্জ?

ঢাকা :  দুনিয়া কাঁপানো ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনীতিতে আসছেন। উইকিলিকস জানিয়েছে, অস্ট্রেলিয়ার সিনেটের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন অ্যাসাঞ্জ।



উইকিলিকস টুইটারে আরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার লালোরে নিম্নকক্ষ ভিক্টোরিয়ান আসনের জন্য প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করারও সম্ভাবনা রয়েছে দুনিয়াজুড়ে আলোড়ন তোলা এই ব্যক্তির।

জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে ব্রিটেনে গৃহবন্দি আছেন। ২০১০ সালে দু’জন নারীকে যৌন হয়রানির অভিযোগে তাকে সুইডেনে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। অ্যাসাঞ্জ অবশ্য আদালতের প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে লড়ছেন। এই আদেশের স্থগিতাদেশ চেয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টে তিনি আপিল করেছেন। এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছেন।

অ্যাসাঞ্জের এসব আইনি জটিলতা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে উইকিলিকস।

বাংলাদেশ সময় : ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

চূড়ান্ত সম্পাদনা : কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।