ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আইনস্টাইনই সঠিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, মার্চ ১৭, ২০১২
আইনস্টাইনই সঠিক

ঢাকা : অবশেষে আলবার্ট আইনস্টাইনই সঠিক প্রমাণিত হলেন। তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের গুরুত্বপূর্ণ স্বীকার্য ‘আলোর গতি ধ্রুব এবং এর চেয়ে বেশি গতিতে কোনো কিছু ভ্রমণ করতে পারে না’ এখনো পর্যন্ত সঠিক বলেই প্রমাণিত হল।



সম্প্রতি অতিপারমাণবিক কণা নিউট্রিনো আলোর চেয়ে বেশি গতিতে চলতে পারে- পরীক্ষণের এই ফল ভুল প্রমাণিত হয়েছে। তৃতীয়বারের মত পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন, পূর্ববর্তী পরীক্ষার ফল ভুল ছিল।

গত বছরের সেপ্টেম্বরে বিজ্ঞানীরা এক পরীক্ষণের ফলাফল দেখে বলেন, নিউট্রিনো আলোর চেয়ে বেশি গতিতে চলতে পারে। এই ফলাফল আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বকেই সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল।

ইতালিতে গ্রান সাসোর ভূ-গর্ভস্থ ল্যাবরেটরিতে অপেরা গ্রুপ ওই পরীক্ষাটি চালায়। ওই ল্যাবরেটিরির অন্য আরেকটি গ্রুপ ‘ইকারাস’ পরীক্ষা চালিয়ে এবার আগের পর্যবেক্ষণ ভুল প্রমাণিত করল। প্রাপ্ত ফলাফল তারা ইন্টারনেটে প্রকাশ করেছে।

ইকারাস অবশ্য গত নভেম্বরেই বলেছিল, নিউট্রিনো ওই রকম কোনো আচরণ করে না। এখন তারা অপেরার মতোই একটি পরোক্ষ পরীক্ষণের মাধ্যমে তাদের আগের মতকেই প্রতিষ্ঠা করল।

চলতি মাসের শেষ নাগাদ চূড়ান্তভাবে পরীক্ষার মাধ্যমে নিউট্রিনোর গতি পরিমাপ করা হবে বলে তারা জানিয়েছে।

বাংলাদেশ সময় : ১১১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।