ঢাকা : সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন থাইল্যান্ডের এক ট্যাক্সিক্যাব চালক। যাত্রীর ফেলে যাওয়া ৪ লাখ ১০ হাজার ডলার সমমূল্যের ৮ দশমিক ২ কেজি ওজনের সোনার গহনা ফেরত দিয়েছেন তিনি।
সাকশ্রী কেতশ্রীকেইউ (৫৬) নামে ওই ট্যাক্সিক্যাব চালক জানিয়েছেন, দুই দিন ধরে সেই যাত্রীকে সারা ব্যাংকক হন্যে হয়ে খুঁজেছেন তিনি। কারণ সেই যাত্রীর সঙ্গে যোগাযোগের কোনো ঠিকানা বা ফোন নম্বর তার কাছে ছিল না।
এর পর এয়াকেরাত কানোকোয়াত্তানা (৬০) নামে একটি জুয়েলারি দোকানের মালিক সোনা হারানো গেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার খবর জেনে তিনি এয়াকেরাতের খোঁজে কমিউনিটি রেডিওর মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
প্রথমে পুলিশ তার কথায় বিশ্বাসই করতে পারেনি। তার মতো একজন ট্যাক্সিচালক এতগুলো সোনার গহনা ফেরত দেবে এটা যেন তাদের বিশ্বাস হতে চায় না।
এ বিষয়ে পুলিশের লেফটন্যান্ট কর্নেল উদম সুখপ্রাসার্ত বলেন, সাকশ্রীর অজুহাত শুনে প্রথমে মনে হয়নি তিনি গহনাগুলো আসলেই ফেরত দিতে এসেছেন। কারণ মালিক যখন সেগুলো ফেলে যায় তখন তো তিনি জানতেন, তাহলে কেন সেসময় তা ফেরত দিলেন না।
গহনাগুলো এখন গণনা ও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন সুখপ্রাসার্ত।
অবশ্য সাকশ্রীর সততার যথাযথ মূল্যায়ন করেছেন গহনাগুলোর মালিক এয়াকেরাত। তিনি তাকে ৬ হাজার ৪শ’ ডলার পুরস্কার দিয়েছেন। গত শুক্রবার টেলিভিশনে পুরস্কার প্রদানের দৃশ্য সম্প্রচার করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর