ঢাকা : লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির গুপ্তচর বিভাগের প্রধান আবদুল্লাহ আল-সেনুসি উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় গ্রেফতার হয়েছেন।
শুক্রবার রাতে তাকে মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুত বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
৬৩ বছর বয়স্ক আবদুল্লাহ আল-সিনুসি সম্পর্কে মুয়াম্মার গাদ্দাফির শ্যালক এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন।
গত বছর লিবিয়ার সিরত শহরে এনটিসি যোদ্ধাদের হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হবার পর থেকেই সিনুসি পলাতক ছিলেন। গত বছর সিরিয়াতে বিদ্রোহীদের উপর চালানো দমন পীড়নে হত্যার মত মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে সমন জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
মৌরিতানিয়ান নিরাপত্তা কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে একটি নিয়মিত ফ্লাইটে নকল মালয়েশিয়ান পাসপোর্ট নিয়ে মরোক্কোর ক্যাসাব্লাঙ্কা থেকে মিস্টার সিনুসি নওয়াকশুত পেৌঁছান।
তবে লিবিয়ান কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করতে পারেনি।
মিস্টার সিনুসিই এতদিন একমাত্র ব্যক্তি ছিলেন যিনি গাদ্দাফি নিহত হবার পর ধরা পড়েননি। লিবিয়ার মানুষ, আরব ও পশ্চিমা দেশগুলো এখনো তাকে ঠাণ্ডা মাথার খুনি হিসেবে জানে।
ধারণা করা হয় সিনুসি ১৯৯০ সালে ত্রিপোলির আবু সালেম কারাগারে ১৯৮০ থেকে ১৯৯০ পর্যন্ত ধৃত প্রায় ১২”শ রাজনৈতিক বন্দিকে হত্যার জন্য দায়ি। এছাড়া তাকে গত বছর বেনগাজিতে বিদ্রোহীদের উপর চালানো অকথ্য দমনাভিযানের নায়ক হিসেবেও চিহ্নিত করা হয়।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে লিবিয়ায় বিদ্রোহীদের হামলায় মিস্টার সিনুসি নিহত হয়েছেন বলে একসময় প্রচার করা হলেও পরে তা আবার নাকচ করা হয়। অক্টোবরে ফের নাইজেরিয়ান কর্তৃপক্ষ দাবি করে সিনুসি তখন নাইজার থেকে মালিতে পালিয়ে গেছেন।
ডিসেম্বরে লিবিয়ায় নতুন সরকার ক্ষমতা নেয়ার পর তারা দাবি করে সিনুসি দক্ষিণ লিবিয়ার সাবহা শহরে গ্রেফতার হয়েছেন।
তবে সেসময় লিবিয়ান সরকার এর কোনো প্রমান হাজির করতে পারেনি।
বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর