ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মারা গেছেন নাৎসি যুদ্ধাপরাধী দেমজানজুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, মার্চ ১৭, ২০১২
মারা গেছেন নাৎসি যুদ্ধাপরাধী দেমজানজুক

ঢাকা: মারা গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার নাৎসি ক্যাম্পের দ্বাররক্ষক যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত জন দেমজানজুক।
শনিবার ৯১ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে এই কুখ্যাত নাজি অপরাধী মারা যান বলে জানিয়েছে জার্মান পুলিশ।

গত বছরের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে ভূমিকার জন্য জার্মানির আদালত দেমজানজুককে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিলের পর থেকে তিনি মুক্ত জীবনযাপন করছিলেন।

গতবছর কারাদণ্ডের আদেশ দেওয়ার সময় আদালত জানায়, দেমজানজুক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অধিকৃত পোল্যান্ডে সোবিবর ক্যাম্পর দ্বাররক্ষক ছিলেন। সেসময় ওই ক্যাম্পে আনুমানিক আড়াই লাখ মানুষকে গ্যাস চেম্বারে হত্যা করা হয়।

দেমজেনজুককে সে সময় ওই ক্যাম্পের গার্ড থাকা অবস্থায় ২৮ হাজার ৬০ জন লোককে হত্যার জন্য অভিযুক্ত করা হয়।

১৯৮৬ সালে একই মামলায় দেমজেনজুক ইসরাইলের একটি আদালত সমন জারি করে। তবে সেবার নাগরিকত্ব নিয়ে দ্বন্দে তিনি বেঁচে যান।

১৯২০ সালে জন্ম নেয়া ইউক্রেনিয় বংশস্ভূত দেমজেনজুক ১৯৪৩ সালে মিত্র বাহিনীর হাতে ধরা পড়েন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।