ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ পাঁচ কিশোর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, মার্চ ১৮, ২০১২
যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ পাঁচ কিশোর উদ্ধার

ঢাকা : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে কমপক্ষে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



পুলিশ ও স্থানীয়রা  জানিয়েছে, গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে। কমপক্ষে একজন কিশোরকে উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ানাপোলিস হিস্টোরিক্যাল সোসাইটির কাছে একটি নালার পাশ থেকে। বাকি সবাইকে অন্যস্থানে নালার দুই পাশ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, আহত কিশোরদের উইশার্ড হসপিটাল এবং রিলে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কয়েকজন লোককে ইন্ডিয়ানাপোলিস হিস্টোরিক্যাল সোসাইটির মিলিটারি পার্কের দিকে দৌড়ে যেতে দেখা গেছে। নালার ধারে .০৪ ক্যালিবারের কয়েকটি শেল পাওয়া গেছে বলে জানা গেছে।

পুলিশ এখন প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার নিচ্ছে এবং দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন গোলাগুলি ঘটনা নতুন নয়। সবচে আশঙ্কার কথা হল- ইদানীং দেশটিতে শিশু-কিশোরদের মধ্যে সহিংসতা বাড়ছে। সপ্তাহখানেক আগেও একটি স্কুলে গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হয়।

এ ধরনের সহিংসতার বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা। কিন্তু তার পরও সরকার অস্ত্র কেনা-বেচায় বিধিনিষেধ আরোপ করতে চাচ্ছে না।

বাংলাদেশ সময় : ১০৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।