ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পর্যবেক্ষকদের উপস্থিতিতেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, মার্চ ১৮, ২০১২
পর্যবেক্ষকদের উপস্থিতিতেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উ. কোরিয়া

ঢাকা : ঘোষিত কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণের সময় বিদেশি পর্যবেক্ষক, বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের আমন্ত্রণ করবে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া সম্প্রতি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও অন্য রাষ্ট্রগুলো অভিযোগ করছে, দেশটি এর আড়ালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে।



এই সন্দেহের জবাবে গত শনিবার পর্যবেক্ষক ডাকার ঘোষণা দিল তারা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আগামী মাসে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় কোরিয়ান কমিটি ফর স্পেস টেকনোলজি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের আমন্ত্রণ করবে। উৎক্ষেপণের স্থান এবং অন্যান্য স্থান তাদের দেখানো হবে।

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল সংয়ের ১শ`তম জন্মবার্ষিকী উপলক্ষে দূর পাল্লার রকেটে করে মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাবে।

এই কর্মসূচিকে তারা শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা বলে অভিহিত করেছে।

বাংলাদেশ সময় : ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।