ঢাকা : গত শুক্রবার মৌরিতানিয়ায় আটক গাদ্দাফির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে ফেরত চেয়েছে লিবিয়া সরকার।
লিবিয়ার নতুন সরকারের একজন মুখপাত্র রোববার রাজধানী ত্রিপোলিতে আনুষ্ঠানিকভাবে সরকারের এই অনুরোধের কথা জানিয়েছেন।
সেনুসি অবশ্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’রও বিচার তালিকায় রয়েছেন।
এদিকে ১৯৮৯ সালে একটি বিমানে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে সেনুসিকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে ফ্রান্স।
তবে মৌরিতানিয়া জানিয়ে দিয়েছে, তারা নিজেরা তদন্ত না করা পর্যন্ত সেনুসিকে কারো কাছে প্রত্যর্পণ করবে না।
কর্মকর্তারা জানিয়েছে, গত শুক্রবার মৌরিতানিয়ার রাজধানী নুয়াকচোটে লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুচিকে আটক করা হয়। তিনি ভুয়া পাসপোর্ট নিয়ে মরক্কো থেকে মৌরিতানিয়া আসেন।
তবে মৌরিতানিয়া কর্তৃপক্ষ এখনো সেনুসিকে আটকের কোনো প্রত্যক্ষ প্রমাণ হাজির করেনি। ধারণা করা হচ্ছে, তাকে এখন দেশটির গোয়েন্দা সংস্থার হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছর সশস্ত্র বিদ্রোহের মুখে গাদ্দাফির পতন ঘটলে গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি (৬৩) লিবিয়া থেকে পালিয়ে যান।
বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর