ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন শিক্ষককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, মার্চ ১৮, ২০১২
ইয়েমেনে মার্কিন শিক্ষককে গুলি করে হত্যা

ঢাকা :  ইয়েমেনের দ্বিতীয় প্রধান শহর তাইজে একজন ভাষা শিক্ষককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

রোববার এ খবর নিশ্চিত করেছে ইয়েমেনি কর্মকর্তারা।

তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহত মার্কিনি শহরের সুইডিশ ভাষা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় মটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে।

উল্লেখ্য, গত বছরের প্রায় পুরোটা সময় ইয়েমেনে রাজনৈতিক সঙ্কট গেছে। ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের শাসনের অবসান ঘটে। এর পর নতুন পার্লামেন্ট নির্বাচন করে ইয়েমেনি জনগণ।

গত মাসেই সালেহর ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বুহ মনছুর হাদী ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

এদিকে এই অস্থিরতার সুযোগে দেশটিতে আল কায়েদার মতো জঙ্গি গ্রুপগুলো শক্তিশালী হয়েছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে তারা নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছে।

তাইজ শহরটি রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সালেহ বিরোধী বিক্ষোভের সময় এই শহর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল।

ওই মার্কিন শিক্ষককে হত্যার পেছনে আল কায়েদার হাত থাকতে পারে বলে অনুমান করছে স্থানীয় পুলিশ। তবে তাইজ প্রদেশের গভর্নর হামুদ আল সুফি বলেছেন, কারা এই হত্যাকাণ্ড ঘটালো তা পরিষ্কার নয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।