ঢাকা : ইসরায়েলকে অযথা-ঘেউ-ঘেউ-করা কুকুরের সঙ্গে তুলনা করে ইরান পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রে হামলার সাহস ইসরায়েলের নেই।
গত শনিবার পার্লামেন্টের ওয়েবসাইটে লারিজানির এই মন্তব্য পোস্ট করা হয়।
ইসরায়েলের উদ্দেশে তিনি বলেছেন, ‘তারা অনেক উত্তেজনা তৈরি করেছে কিন্তু ইরানে হামলা করার সাহস তাদের নেই। ওরা কুকুরের মতো যা খালি ঘেউ ঘেউ করে কিন্তু কামড়ায় না। ’
তিনি আরো বলেন, ‘ইসরায়েল ইরানে হামলা করার মতো ভুল করবে না কারণ নিজের ভাগ্য নিয়ে খেলতে দেশটি এখনো প্রস্তুত নয়। ’
আলী লারিজানি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় সাবেক মধ্যস্থতাকারী। তার এধরনের আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য ইসরায়েলকে আরো ক্ষেপিয়ে তুলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে ইসরায়েল বারবার ইরান হামলার হুমকি দিলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
তবে সেই সঙ্গে ইরানের তেল সম্পদকে লক্ষ্য করে পশ্চিমা অবরোধ বহাল রয়েছে। প্রতিবাদে ইরান তার প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা যেকোনো সামরিক হামলার জবাবে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল করে ছাড়বে। পশ্চিমাদের কাবু করতে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ারও হুমকি দিয়েছে ইরান।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর